https://www.somoyerdarpan.com/

2503

bangladesh

স্থগিত এইচএসসি পরীক্ষা বাতিল

প্রকাশিত : ২০ আগস্ট ২০২৪ ১৭:৩৭

শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে এইচএসসি এবং সমমানের অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার ২০ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ে এই সিদ্ধান্ত জানিয়েছে। এর আগে, পরীক্ষা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা আজ সকাল থেকেই সচিবালয়ে আন্দোলন করতে থাকে।

কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র-জনতার অভ্যুত্থানের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। প্রথমে গত ১৮ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। তারপর একসঙ্গে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। এরপর ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়।

গত ৫ আগস্ট সরকার পতনের পর সিদ্ধান্ত হয় ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে। কিন্তু পরে জানানো হয়, ১১ আগস্ট পরীক্ষা হচ্ছে না। সর্বশেষ আগামী ১১ সেপ্টেম্বর থেকে স্থগিত পরীক্ষাগুলো নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে প্রস্তাব দিয়েছিল শিক্ষা বোর্ড। সেটি অনুমোদন করে দেওয়া হয় নতুন রুটিনও।