https://www.somoyerdarpan.com/

2714

politics

সফল হতেই হবে, ব্যর্থ হওয়ার কোনো অবকাশ নেই:ড. ইউনূস

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২৪ ১২:৪০

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দেশবাসীকে সংস্কার ও পুনর্গঠনের কাজে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের সামনে অনেক কাজ। জাতি হিসেবে এবার ব্যর্থ হওয়ার কোনো অবকাশ আমাদের নেই। আমাদের সফল হতেই হবে।’

 

গত একমাসে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিস্তারিত বর্ণনা দেন ড. ইউনূস। তিনি জুলাই-আগস্ট মাসের গণ-অভ্যুত্থানে শহিদদের পরিবারকে পুনর্বাসন ও আহতদের চিকিৎসার প্রতিশ্রুতি পুনর্বৃত্তি করেন। ‘জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন’ গঠনের মাধ্যমে এসব কাজ এগিয়ে নেওয়ার কথাও তিনি উল্লেখ করেন।

বন্যা কবলিত অঞ্চলে সরকারের দ্রুত ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমের প্রশংসা করে ড. ইউনূস সেনাবাহিনী, এনজিও এবং সাধারণ মানুষের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, ‘সকলের সহযোগিতায় আমরা পুনর্বাসনের কাজটি সফলভাবে সমাধান করতে চাই।’

আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, শ্রমিক অসন্তোষ নিরসন এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারে সরকারের নেওয়া পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি। বিচার বিভাগের সংস্কারের অংশ হিসেবে যোগ্যতম ব্যক্তিকে প্রধান বিচারপতি নিয়োগের কথা উল্লেখ করে ড. ইউনূস বলেন, ‘এতে মানুষের মনে নতুন আশার সঞ্চার হয়েছে।’

সন্ত্রাস দমন আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, গুমের ঘটনা তদন্তে কমিশন গঠন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে পদক্ষেপ, জ্বালানি তেলের দাম কমানো এবং মেট্রোরেল চালু করার মাধ্যমে সরকার ইতিমধ্যে জনসাধারণের দীর্ঘদিনের দাবির প্রতি সুস্পষ্ট বার্তা দিয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা।

ড. ইউনূস ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, ‘আমাদের সন্তানদের জন্য একটি গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা তৈরি করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।’

সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সংস্কার, জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সাংবিধানিক সংস্কার এবং দেশকে পরিবেশ বান্ধব ও জীব বৈচিত্র্যময় করে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। এসব ক্ষেত্রে জনগণের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান ড. ইউনূস।

‘আমরা সবাই অধৈর্য হয়ে পড়েছি, এটা চিন্তা করে যে এতসব কাজ কখন শেষ হবে। কিন্তু আমাদের অধৈর্য হওয়া চলবে না। সঠিকভাবে কাজ করতে হবে,’ এই আহ্বানের মাধ্যমে ড. ইউনূস দেশবাসীকে ধৈর্য ধরে সরকারের সাথে থাকার অনুরোধ জানান।