https://www.somoyerdarpan.com/

2739

sylhet

চা শ্রমিকদের ১১ দফা দাবিতে মানববন্ধন

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৪১

মৌলভীবাজারে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির অযৌক্তিক গেজেট বাতিল করে নূন্যতম মজুরি ৫০০ টাকা নির্ধারণ ও ভূমি অধিকার নিশ্চিতকরনসহ ১১ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে চা বাগানের সচেতন ছাত্র-যুবকবৃন্দের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

মানববন্ধনে আয়োজকেরা জানান, দেশের অন্যান্য শিল্পের ন্যায় চা শিল্প অগ্রসর হলেও চা শ্রমিকদের জীবন মানের কোনো উন্নতি হয়নি। অন্যান্য খাতের শ্রমিকেরা যথাযথ বেতন ভাতা পেলেও চা শ্রমিকেরা বৈষম্যের শিকার হচ্ছেন। চা বাগান মালিক ও সরকারের নিকট অবিলম্বে ১১ দফা বাস্তবায়ন করে চা শ্রমিকদের যথাযথ মূল্যায়নের আহবান জানান তাঁরা।

এ সময় বিভিন্ন বাগানে ঠিকমতো মজুরি দেওয়া হচ্ছে না উল্লেখ করে চা শ্রমিকদের সঠিক সময়ে মজুরি প্রদানের আহবান জানান চা বাগানের সচেতন ছাত্র-যুবক নেতৃবৃন্দ।