https://www.somoyerdarpan.com/
2753
sylhet
মদন মোহন কলেজের প্রভাষক (অবঃ) পঙ্কজ কান্তি দত্তের সহযোগিতায় এ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়
প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৫২
"বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধি করি বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ স্কাউটস, সিলেট রেলওয়ে জেলার আয়োজনে এবং মদন মোহন কলেজের প্রভাষক (অবঃ) পঙ্কজ কান্তি দত্তের সহযোগিতায় গত ১৬/০৯/২০২৪ রোজ সোমবার বিকাল ০৪:০০ ঘটিকায় সিলেট লোকোসেডে (পুরাতন রেলস্টেশন) বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন সিলেট রেলওয়ে জেলা স্কাউটসের সম্পাদক মো: আনিসুর রহমান সরকার এহিয়া, যুগ্ম-সম্পাদক মো: আতিকুর রহমান, জেলা স্কাউট লিডার শামীম আহমেদ, সহ: কমিশনার সুরুজ আলী, আব্দুল ওয়াহিদ, শায়েস্তাগঞ্জ রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপের ইউনিট লিডার মোঃ সাইফুল ইসলাম, সিলেট রেলওয়ে জেলার রোভার স্কাউট জায়েদুল ইসলাম জনি, মিফতা, রাফি, ইমরান হোসেন, স্কাউট নুহেল সহ জেলার অন্যান্য স্কাউট ও রোভার স্কাউটগন।
স্কাউট লিডার মোঃ সাইফুল ইসলাম দৈনিক সময়ের দর্পণকে জানান, জনাব পঙ্কজ কান্তি দত্ত স্যার একজন প্রকৃতি প্রেমিক। তিনি প্রতি বছর নিজ উদ্যোগে বৃক্ষ রোপন করে থাকেন এবং বিভিন্ন সংগঠনকে গাছের চারা দিয়ে বৃক্ষ রোপন কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা প্রদান করেন। গত বছরেও ওনার উদ্যোগে এবং সহযোগিতায় সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে স্কাউট সদস্য ও পলিটেকনিকের ছাত্রদের নিয়ে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ স্কাউটস সিলেট রেলওয়ে জেলার সম্পাদক আনিসুর রহমান সরকার এহিয়া, যুগ্ম সম্পাদক মো আতিকুর রহমান, জেলা স্কাউট লিডার শামিম আহমদ বলেন, ‘পঙ্কজ কান্তি দত্ত স্যারের এমন মহতি উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’