https://www.somoyerdarpan.com/

2836

tourism

সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা আরও ৩ দিন বাড়ল

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৯

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি উপত্যকায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরও ৩ দিন বাড়িয়েছে প্রশাসন।

নতুন সিন্ধান্ত অনুযায়ী আগামী সোমবার পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানিয়েছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ((ইউএনও) শিরীন আক্তার। 

এর আগে গত মঙ্গলবার সকালে রাঙামাটিতে আইনশৃঙ্খলা সভায় সাজেক ভ্যালি উপত্যকায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত হয় বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এমন সিন্ধান্ত নিয়েছে প্রশাসন। 

বাঘাইছড়ির ইউএনও শিরীন আক্তার বলেন, ‘সাম্প্রতিক পরিস্থিতির কারণে এ ধরনের সিদ্ধান্ত হয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সোমবার পর্যন্ত সাজেকে পর্যটক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করা হয়েছে।’