https://www.somoyerdarpan.com/
3032
international
প্রকাশিত : ১৬ অক্টোবর ২০২৪ ১৬:৪৮
ইসরায়েল কোনো হামলা চালালে তার জবাব দিতে প্রস্তুত আছে ইরান। ফিলিস্তিনের গাজা উপত্যকা ও লেবাননে ইসরায়েলের টানা হামলার প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছে দেশটি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী গতকাল মঙ্গলবার রাতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাথে বৈঠকের সময় এ কথা জানান বলে বিবিসির প্রতিবদেনে বলা হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাছি বলেন, ইসরায়েল আক্রমণ করলে ইরান জবাব দিতে প্রস্তুত। ইরান এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালালেও ইসরায়েলের যেকোনো দুঃসাহসিক পদক্ষেপের নিষ্পত্তিমূলক এবং দুঃখজনক প্রতিক্রিয়ার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত।
গাজায় টানা চালাচ্ছে ইসরায়েল, সম্প্রতি এর সঙ্গে লেবাননেও ব্যাপক হামলা চালাচ্ছে দেশটি। এই দুই দেশের পক্ষে অবস্থান নিয়েছে ইরান। এরই ধারাবাহিকতায় গত পহেলা অক্টোবর ইরান ইসরায়েলে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। অবশ্য সেই হামলা নিয়ে প্রতিক্রিয়া দেখায়নি ইসরায়েল।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওই সময় বলেছিলেন, ইরানকে এর জন্য মূল্য দিতে হবে। তবে এখনও কোনো সামরিক প্রতিক্রিয়া দেখা যায়নি।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে রকেট হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে ১ হাজার ২০০ মানুষ নিহত হয় বলে জানায় ইসরায়েল। এরপর গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। যুদ্ধ লেগে যায় দুই পক্ষে।
গাজায় ইসরায়েলি হামলা এখনো অব্যাহত। মাঝে কিছুদিন যুদ্ধবিরতি থাকলেও অবস্থা তেমন পরিবর্তন হয়নি। গাজার স্বাস্থ্য বিভাগ বলছে, ইসরায়েলি হামলায় গাজায় এ পর্যন্ত ৪২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এদের বেশিরভাগই নারী ও শিশু।
এর মধ্যেই কিছুদিন আগে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলকে লক্ষ্য করে আকাশ পথে হামলা চালায়। ওই ঘটনার পর প্রথম দিকে সীমান্তে ও পরে লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা শুরু করে ইসরায়েল। এই হামলা এখনও চলছে। প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা।