https://www.somoyerdarpan.com/

3086

sylhet

চুনারুঘা‌টে ভোরে পুড়ল ৮টি দোকান, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশিত : ২২ অক্টোবর ২০২৪ ১৪:৪৪

হ‌বিগঞ্জের চুনারুঘাটে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৮টি দোকান। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আজ মঙ্গলবার ভোরে উপজেলার চানপুর চা বাগানের পাশের মেইন সড়‌কের একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুন থেকে এর সূত্রপাত বলে জানা যায়।

স্থানীয়রা জানান, মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী দোকানে ছড়িয়ে পড়লে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে চুনারুঘাট ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

সব হারিয়ে পথে বসেছে ব্যবসায়ীরা। তারা বলছেন, আগুনের সময় দোকানে কোনো ধরনের লোকজন না থাকার কারণে বিষয়টি প্রথমে বুঝতে পারেননি। সাধারণ লোকজন আগুনের লে‌লিহান শিখা দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সা‌র্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

চুনারুঘাট ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. কামাল হোসেন জানান, আগুনের খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুন থেকে অগ্নিকান্ড হয়েছে।