https://www.somoyerdarpan.com/

3158

sports

টেস্ট র‌্যাঙ্কিংয়ে আরও দুইধাপ উপরে উঠলেন মিরাজ

প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২৪ ১৫:৪২

সাকিব আল হাসান হয়তো মেহেদী হাসান মিরাজকে বলতেই পারেন— ‘তোমার হলো শুরু, আমার হলো সারা’! আন্তর্জাতিক টেস্ট ফরম্যাটে সম্ভবত নিজের শেষ ম্যাচটি ভারতের কানপুরে খেলে ফেলেছেন সাকিব। স্বাভাবিকভাবেই এরপর থেকে ক্রমাগত অলরাউন্ডারের তালিকায় তার ক্রমাবনতি ঘটবে। ঠিক সেই সময়ে টেস্টে অলরাউন্ডারদের মধ্যে নিজের ক্যারিয়ারসেরা অবস্থানে পৌঁছে গেছেন মিরাজ।

প্রথমবার টেস্টে সেরা তিন নম্বর অলরাউন্ডার হয়েছেন মিরাজ। পাকিস্তানের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয় পাওয়া টেস্ট সিরিজ থেকে ব্যাট-বলে তিনি দারুণ নৈপুণ্য দেখিয়ে আসছেন। ভারতে ব্যাট হাতে সেভাবে ভূমিকা রাখতে না পারলেও, বল হাতে ছিলেন স্বাভাবিক ছন্দে। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টের এক ইনিংসে ৯৭ রান এবং ২ ‍উইকেট নিয়ে সেরা রেটিং পেয়েছেন মিরাজ।

আজ (বুধবার) আইসিসি প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে টেস্ট অলরাউন্ডার হিসেবে দুই ধাপ এগিয়ে তিনে উঠেছেন এই টাইগার তারকা। বর্তমানে তার রেটিং পয়েন্ট ২৯৪। তিন নম্বর অবস্থানের মতো পয়েন্টেও মিরাজের অবস্থান এখন ক্যারিয়ারসেরা। মিরাজ এগোলেও, এক ধাপ পিছিয়ে টেস্টে বর্তমানে চার নম্বর অলরাউন্ডার সাকিব। তবে যথারীতি টেস্ট অলরাউন্ডারের শীর্ষ দুই অবস্থান ধরে রেখেছেন যথাক্রমে ভারতীয় তারকা রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন।

এদিকে, টেস্ট র‌্যাঙ্কিং আবার মিশ্র অনুভূতি দিতে পারে মিরাজকে। বোলারদের তালিকায় (দুই ধাপ পিছিয়ে ২১তম) পেছালেও, ব্যাটিংয়ে বড় লাফ (৯ ধাপ এগিয়ে ৬৩তম) দিয়েছেন। এ ছাড়া টেস্ট ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে পিছিয়েছেন মুশফিকুর রহিম, লিটন দাস, মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তরা। মিরপুর টেস্টে বাংলাদেশের হারের ম্যাচে ব্যর্থ ছিলেন তারা। মুশফিক এক ধাপ পিছিয়ে ২৬, লিটন ৫ ধাপ পিছিয়ে ৩৩, মুমিনুল ৬ ধাপ পিছিয়ে ৪৮ ও শান্ত ৫ ধাপ পিছিয়ে ৫৩–তে নেমে গেছেন। তবে মাহমুদুল হাসান জয় ৯ ধাপ এগিয়ে উঠেছেন ৭৫ নম্বরে।

টেস্ট ব্যাটারদের তালিকায় যথারীতি শীর্ষ দুইয়ে আছেন জো রুট ও কেইন উইলিয়ামসন। যশস্বী জয়সওয়াল এক ধাপ এগিয়ে তিনে এবং হ্যারি ব্রুক এক ধাপ পিছিয়ে চারে নেমেছেন। এ ছাড়া বড় লাফ দিয়েছেন পাকিস্তানের সৌদ শাকিল। ২০ ধাপ এগিয়ে তিনি তার বর্তমান অবস্থান সাতে। রাচিন রবীন্দ্র ৮ ধাপ এগিয়ে ১০–এ এবং মিরপুরে সেঞ্চুরি করা কাইল ভারাইনে ১৪ ধাপ এগিয়ে ৩২ নম্বরে উঠেছেন।