https://www.somoyerdarpan.com/
3172
health
প্রকাশিত : ০৪ নভেম্বর ২০২৪ ১৪:১১
জরায়ু ক্যান্সার রোধে কার্যকরী এইচপিভি টিকা নিয়ে নানা অপপ্রচার চলছে কিন্তু অপপ্রচার সবসময় থাকে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, পরিবার পরিকল্পনা নিয়ে কাজ করার সময়ও অপপ্রচার ছিল। অপপ্রচার রুখে দেওয়ার শক্তি হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা তৈরি। এটিতেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। মানুষ সচেতন হলে যেদিক থেকেই বাধা আসুক না কেন, তা অতিক্রম করা সম্ভব।
গতকাল রোববার (৩ নভেম্বর) দুপুর ১টায় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে চট্টগ্রামে জাতীয় পর্যালোচনা সভায় এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্য উপদেষ্টা বলেন, আমরা এখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সিটি কর্পোরেশন, ইসলামিক ফাউন্ডেশন, কওমি মাদ্রাসার প্রতিনিধি, স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তা, প্রাথমিক ও মাধ্যমিক বিভাগের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক সমাজসহ বিভিন্ন স্তরের অংশীদারদের সাথে সভা করেছি যাতে সকলের অংশগ্রহণে এইচপিভি টিকা কার্যক্রমটা আমরা সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারি।
এইচপিভি টিকা নিয়ে স্বাস্থ্য উপদেষ্টা আরো বলেন, এইচপিভি টিকা কার্যক্রমে অনেক অগ্রগতি হয়েছে। ইতোমধ্যে পঁচিশ লক্ষ টিকা দেয়া হয়েছে। আশা করি সকলের সহযোগিতায় বাকি সময়ের মধ্যে আমরা ৯০ শতাংশ টিকা দেয়া সম্পূর্ণ করতে পারবো।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশার সভাপতিত্বে সভায় আরও ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা চিরঞ্জিত দাস, ইউনিসেফের চিফ এসবিসি সেকশন প্রতিনিধি ব্রিজেত জব জনসন, চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) অং সুই প্রু মারমা প্রমুখ।