https://www.somoyerdarpan.com/

3204

sports

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন বাংলাদেশ দলরে ওপেনার

প্রকাশিত : ১৩ নভেম্বর ২০২৪ ১৭:৩৬

ছবি : সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটে অবহেলিত এক নাম ইমরুল কায়েস। দীর্ঘ ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে কখনোই দলে নিয়মিত ছিলেন না। সিরিজসেরা হয়েও দল থেকে বাদ পড়া একমাত্র ক্রিকেটার তিনি।  সাদা পোশাকে নিজের শেষ ম্যাচ খেলেছিলেন ২০১৯ সালে। ভারতের কলকাতার ইডেন গার্ডেনসে গোলাপি বলের টেস্টের পর পাঁচ বছরে আর নামা হয়নি এই ফরম্যাটে।

অবশেষে নিজের পছন্দের এই ফরম্যাটকে বিদায় বলে দিলেন বাঁহাতি এই ওপেনার। একইসঙ্গে অবসর নিচ্ছেন প্রথম শ্রেণির ক্রিকেট থেকেও। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট চালিয়ে যাবেন তিনি। ইমরুল আগামী ডিসেম্বরে অনুষ্ঠেয় বিপিএলে খুলনা টাইগার্সে খেলবেন। ‘বি’ ক্যাটাগরির ড্রাফট থেকে দল পেয়েছেন তিনি।

বুধবার (১৩ নভেম্বর) নিজের ফেসবুক পেজে এক ভিডিওবার্তায় টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইমরুল কায়েস। তিনি লিখেছেন, ‘বিদায় টেস্ট ক্রিকেট। আপনাদের ভালোবাসার জন্য কৃতজ্ঞ।’

 

৩৮ ছুঁইছুঁই এই ক্রিকেটারের টেস্ট ক্যারিয়ার ছিল মিশ্র পারফরম্যান্সের। সাদা পোষাকের ক্রিকেটে তার অভিষেক হয় ২০০৮ সালের নভেম্বরে। প্রায় ১৬ বছরের টেস্ট ক্যারিয়ারে দেশের হয়ে ৩৯টি ম্যাচ খেলেছেন। ৩টি সেঞ্চুরিসহ ২৪.২৮ গড়ে ইমরুল করেছেন ১৭৯৭ রান।

টেস্টে ক্রিকেটে ইমরুলের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটি ১৫০ রানের। ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে ড্র হওয়া সেই টেস্টে তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে ৩১২ রানের জুটি গড়েছিলেন ইমরুল। তামিম করেন ডাবল সেঞ্চুরি।