https://www.somoyerdarpan.com/
3229
international
যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো
প্রকাশিত : ২১ নভেম্বর ২০২৪ ১২:১৬
দ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার বেইত লাহিয়া ও শেখ রাদওয়ান এলাকায় ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণে ৮৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। অন্যদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে আনা একটি প্রস্তাবে ভেটো ক্ষমতার প্রয়োগ করেছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া লেবানন ও সিরিয়ায় ইসরায়েলের হামলায় তাইরে এলাকায় ৯ জন এবং পালমাইরাতে ৩৬ জন নিহত হয়েছে। খবর আলজাজিরার।
গাজার উত্তরের শহর বেইত লাহিয়ার আল আদওয়ান হাসপাতালের পরিচালক ডা. হুসাম আবু সুফিয়ান জানান, ইসরায়েলের হামলার পর হাসপাতালটিতে বেশ কয়েকজন ফিলিস্তিনির মরদেহ নিয়ে আসা হয়। মরদেহগুলোর বেশিরভাগই ছিল নারী ও শিশুদের। তিনি আরও জানান, এখনও ধ্বংসস্তূপের নিচে অনেক মরদেহ চাপা পড়ে আছে। তাছাড়া ধ্বংসস্তূপের নিচে যারা আটকা পড়েছে তাদের বের করে আনার কোনো উপায় নেই।
গাজার উত্তরাঞ্চল অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সেনা সদস্যরা জরুরি বিভাগের লোকজনকে এবং ফিলিস্তিনি সিভিল ডিফেন্স সংস্থার সদস্যদের সেখানে প্রবেশে ও কাজ করতে বাধা দিচ্ছে।
ইসরায়েলি হামলায় শুধু বেইত লাহিয়াতেই মারা গেছে ৬৬ ফিলিস্তিনি। এ ছাড়া আহত হয়েছে আরও বহু লোক। অন্যদিকে শেখ রাদওয়ান এলাকায় ইসরায়েলি হামলায় মারা গেছে আরও ২২ জন।
অন্যদিকে, লেবাননের তাইরে এলাকায় ইসরায়েলি বোমাবর্ষণে ৯ জন নিহত হয়েছে। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য দিয়েছে। তাছাড়া, সিরিয়ার পালমাইরা এলাকায় বেশ কয়েকটি আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণে ৩৬ জন নিহত এবং কমপক্ষে ৫০ জন আহত হয়েছে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে আনা একটি প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের উদ্ধারে যুদ্ধবিরতির প্রস্তাব কোনো কাজে আসবে না এই যুক্তি দিয়ে যুক্তরাষ্ট্র তাদের ভেটো ক্ষমতা প্রয়োগ করে।
২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত গণহত্যায় এ পর্যন্ত কমপক্ষে ৪৩ হাজার ৯৮৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নিরীহ শিশু ও নারী। হামলায় আরও কমপক্ষে এক লাখ চার হাজার ৯২ জন লোক আহত ও পঙ্গু হয়ে গেছে। এ ছাড়া লেবাননে ইসরায়েলের হামলায় মারা গেছে তিন হাজার ৫৫৮ জন ও আহত হয়েছে ১৫ হাজার ১২৩ জন