https://www.somoyerdarpan.com/

3241

international

জাপানে রকেট পরীক্ষাস্থলে বিশাল অগ্নিকাণ্ড

প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৪ ১৩:২১

ছবি: সংগৃহীত

জাপানের একটি রকেট পরীক্ষা কেন্দ্রে বিশাল অগ্নিকাণ্ড ঘটেছে। ঘটনার পর আগুনের শিখা এবং ধোঁয়ায় আকাশ ছেয়ে গেছে। স্থানীয় সময় আজ মঙ্গলবার এই আগুন লাগার ঘটনা ঘটে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।

দক্ষিণ জাপানের কাগোশিমার প্রত্যন্ত অঞ্চলে ‘সলিড ফুয়েল’ বা কঠিন জ্বালানি চালিত এপসিলন এস রকেট পরীক্ষা করা হয়।
‘সলিড ফুয়েল’ বলতে বিভিন্ন ধরনের কঠিন পদার্থকে বোঝায়, যেগুলোকে জ্বালানোর মাধ্যমে তাপ ও আলো উৎপন্ন হয়। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জাপানি এপসিলন রকেটটি বৈজ্ঞানিক উপগ্রহ উৎক্ষেপণের জন্য নকশা করা হয়েছে।

 

জাপানের রাষ্ট্রীয় মিডিয়া সংস্থা এনএইচকে-এর ফুটেজে তানেগাশিমা স্পেস সেন্টার থেকে আগুনের বিশাল শিখা ও সাদা ধোঁয়া উঠতে দেখা গেছে।
ঘটনাস্থল থেকে প্রায় ৯০০ মিটারদূরে অবস্থানরত সাংবাদিকরা স্থানীয় সময় আজ সকাল ৮ টা ৩০ মিনিটে পরীক্ষা শুরু হওয়ার পরপরই এই বিস্ফোরণের কথা জানান।

জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জেএএক্সএ) এক বিবৃতিতে এএফপিকে জানিয়েছে, ‘আজকের পরীক্ষার সময়ই কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করা হয়েছিল। আমরা কী ঘটেছে তা বের করার চেষ্টা করছি।’
জেএএক্সএ আরো জানিয়েছে, ‘এই মুহুর্তে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।কারণও তদন্তাধীন।’

ওই পরীক্ষায় অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এবং কার্বন মনোক্সাইডের মাত্রা পরিমাপ করা হচ্ছিল। এর আগে ২০২৩ সালের জুলাই মাসে পরীক্ষা চলাকালীন উড্ডয়নের প্রায় ৫০ সেকেন্ড পর একটি এপসিলন এস রকেটের একটি ইঞ্জিন বিস্ফোরিত হয়েছিল।

সূত্র : এএফপি