https://www.somoyerdarpan.com/

3254

bangladesh

আইনজীবী সাইফুল হত্যায় বাবার মামলা

প্রকাশিত : ৩০ নভেম্বর ২০২৪ ১৩:৪২

আইনজীবী সাইফুল

আজ শনিবার (৩০ নভেম্বর) সকালে চট্টগ্রামের কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেছেন নিহত এপিপি আলিফের বাবা জামাল উদ্দিন। এ মামলায় ৩১ জন নামীয়সহ অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ১০ থেকে ১৫ জনকে।

আলিফ হত্যার ঘটনায় এ নিয়ে পাঁচটি মামলা হয়েছে। আইনজীবীদের ওপর হামলা ও আদালতে ভাঙচুরের ঘটনায় আরেকটি মামলা করেছেন আলিফের ভাই খানে আলম। মামলায় আসামী করা হয়েছে ১১৬ জনকে।

পুলিশের পক্ষ থেকে এর আগে খুন, হামলা ও ভাঙ্চুরের ঘটনায় দণ্ডবিধি এবং বিস্ফোরক আইনের সংশ্লিষ্ট ধারায় তিনটি মামলা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ জোনের উপ-কমিশনার শাকিলা সোলতানা বলেন, আদালত এলাকায় আইনজীবী হত্যার ঘটনায় আরও দুটি মামলা হয়েছে। এর মধ্যে হত্যা মামলাটিতে একেবারে যাচাই-বাছাই করে আসামি করা হয়েছে। একই ঘটনায় আরও ৩টি মামলা হয়েছে।

চট্টগ্রামের আদালত চত্বর এলাকায় গত মঙ্গলবার (২৬ নভেম্বর) হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকনের কর্মীরা কুপিয়ে হত্যা করে সরকারি সহকারী কৌঁসুলি (এপিপি) সাইফুল ইসলাম আলিফকে।

আগের দিন রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। চট্টগ্রামের কোতোয়ালি থানায় ওই মামলা হওয়ায় তাকে ঢাকা থেকে চট্টগ্রাম এনে মহানগর আদালতে হাজির করা হয়।

আদালত চিন্ময়কে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে বিক্ষোভ শুরু করেন ইসকন অনুসারীরা। এ সময় আদালত চত্বরে ইসকনের সদস্যরা কুপিয়ে হত্যা করে এপিপি সাইফুল ইসলাম আলিফকে।