https://www.somoyerdarpan.com/

3269

politics

মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের মানহানির ঘটনা তদন্তের নির্দেশ: প্রেস উইং

প্রকাশিত : ২৩ ডিসেম্বর ২০২৪ ১৪:২৭

কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে মানহানির ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সকলকে আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

আজ (২৩ ডিসেম্বর) সোমবার সোমবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং একটি বিবৃতিতে জানায়, পুলিশ ও স্থানীয় প্রশাসনকে ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, আব্দুল হাই হত্যাসহ ৯টি মামলার আসামি। সোশ্যাল মিডিয়ায় মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে জুতার মালা পরিয়ে দেয়ার ঘটনা ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। উঠেছে নিন্দার ঝড়ও।

উল্লেখ্য, রোববার স্থানীয় জামায়াত সমর্থক আবুল হাসেমসহ কয়েকজনের নেতৃত্বে মুক্তিযোদ্ধা আবদুল হাইকে জুতার মালা পড়িয়ে এলাকা ছেড়ে চলে যেতে বলেন। অভিযোগ, আওয়ামী লীগ আমলে জামায়াত সমর্থক একজন শিল্পপতিকে খাবার টেবিল থেকে তুলে এলাকা ছাড়া করেছিলেন তিনি।
 

আবদুল হাই কানু উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি। কিন্তু পরে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের সাথে খারাপ সম্পর্কের কারণে এলাকার থাকতে পারেননি তিনি। হত্যা মামলায় আসামীও হয়েছেন।