https://www.somoyerdarpan.com/
3287
sylhet
প্রকাশিত : ০৬ জানুয়ারী ২০২৫ ১৯:৩৭
আজ সোমবার (৬ জানুয়ারি) পূবালী ব্যাংক পিএলসি, শাহী ঈদগাহ শাখার উদ্যোগে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সিলেট ক্যাম্পাসে বৃক্ষরোপন ও আলোচনা সভা কর্মসূচি অনুষ্ঠিত হয়। সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সিলেট এর অধ্যক্ষ প্রফেসর আব্দুল সাজিদ এর সভাপতিত্বে ও আহমদ আল মাহফুজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি সিলেট পূর্ব অঞ্চল প্রধান ও উপ মহা-ব্যবস্থাপক মো. ফজলুল কবীর চৌধুরী।
তিনি বলেন, পূবালী ব্যাংক দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নেরও ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে পরিবেশের সৌন্দর্য ও ভারসাম্য বৃদ্ধি এবং পরিবেশগত সমস্যা মোকাবেলা করতে পূবালী ব্যাংক সারাদেশে বৃক্ষরোপন করে যাচ্ছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি, সিলেট পূর্ব অঞ্চলের সহকারী মহা-ব্যবস্থাপক উজ্জ্বল হালদার, অধ্যাপক মোছাঃ নীলুফার খানম, অধ্যাপক মোঃ ফরিদুল হক, শিক্ষক পরিষদের সম্পাদক ও ইসলামিক আইডিওলজি’র সহকারী অধ্যাপক মোঃ সাখাওয়াত হোসেন, ব্যাংকের শাহী ঈদগাহ শাখার ব্যবস্থাপক কাজী মোছাঃ মাহবুবা বেগম, স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোছাঃ রিজওয়ানা মতিন। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রী বিধান চক্রবর্তী ও সাদেকুর রহমান সাত্তারসহ প্রমুখ।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন এডুকেশন সোসাইটির সভাপতি আব্দুল কাদির। এছাড়াও উপস্থিত ছিলেন কামরুল ইসলাম, বাহার আহমদ, জাহিদুল ইসলাম,তুর্যময় বর্মন, সন্দীপ কুমার দেব, সমরজিত হালদারসহ শিক্ষার্থী ও প্রশিক্ষনার্থী।
আলোচনা সভার পূর্বে অতিথিবৃন্দ সরকারি ট্রেনিং কলেজ, সিলেট ক্যাম্পাসে নানা জাতের বৃক্ষরোপন করেন।