https://www.somoyerdarpan.com/
3323
sports
প্রকাশিত : ২২ জানুয়ারী ২০২৫ ১৪:৫৯
অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ১৮ রানে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ে আসরের সুপার সিক্সে উঠেছে যুবা টাইগ্রেসরা।
মালয়েশিয়ার বাঙ্গিতে ‘ডি’ গ্রুপের ম্যাচে খেলতে নামে দুদল। যেখানে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে স্কটিশরা। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১২০ রান করে। দলের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন অধিনায়ক সুমাই আক্তার। এছাড়া আফিয়া আশিমা ২১ ও জুয়াইরিয়া ফেরদাউস ২০ রান করেন।
স্কটিশ বোলারদের মধ্যে নায়মা শেখ ও মাইসিয়ে মাকেরিয়া ২টি করে উইকেট পান।
জবাবে ব্যাট করতে নেমে স্কটল্যান্ডের ইনিংস ৮ উইকেটে ১০৩ রানে থামে। তিন নম্বরে নামা পিপ্পা স্পোরেউল ৪৩ রান করেন।
বাংলাদেশ বোলার আনিসা আক্তার সোবা ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন।
সুপার সিক্সে বাংলাদেশের মেয়েরা খেলবে ১ নম্বর গ্রুপে। সেখানে খেলতে হবে দুটি ম্যাচ। সেই পর্ব পেরোতে পারলে সেমিফাইনাল।
এর আগে বাংলাদেশ নারী যুবারা নিজেদের প্রথম ম্যাচে নেপালকে হারিয়ে শুভসূচনা করেছিল। তবে দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে অল্পের জন্য হেরে যায়।