https://www.somoyerdarpan.com/
3346
sylhet
প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৬:২৫
একি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী... গানের মধ্য দিয়ে সুরকুঞ্জের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীর দ্বিতীয় পর্বের সুচনা হয়। প্রথম পর্বে আমন্ত্রিতঅতিথিদের ফুল দিয়ে বরন করে নেয় সুরকুঞ্জের শিক্ষার্থীরা। বিমুগ্ধ ও প্রেরনাদায়ক আলোচনা অনুষ্ঠানকে উদ্ভাসিত করে তোলে।আলোচনায় অংশ নেন অধ্যাপক যশোদা দুলাল চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট রাজনীতিবিদ অধ্যাপক আবদুস সাত্তার,ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মকবুল হোসেন টিপু,বাংলাদেশ সংবাদ সংস্থা( বাসস) এর ব্যাবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদ,সরগম পত্রিকার সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক,বাংলা একাডেমির আজীবন সদস্য,জাতীয় প্রেস ক্লাব নির্বাহী সদস্য কাজী রওনাক হোসেন,সুরকুঞ্জের সাবেক সভাপতি অধ্যাপিকা রাহনুম আরা খান মজলিশ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি অপূর্ব নারায়ণ চক্রবর্তী। আলোচনা সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন আবিদ হাসান ও ড. অভিজিত চৌধুরী। সুরকুঞ্জের সাধারণ সম্পাদক সোহেলী মনি সুরকুঞ্জের ভবিষ্যৎ ও মেধা বিকাশে সুরকুঞ্জ ও সংস্কৃতির গুরুত্ব তোলে ধরেন। সভায় বক্তারা সকলেই সুরকুঞ্জের অগ্রযাত্রায় পাশে থাকবেন বলে আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনী পেশার উপস্থতি ছিল লক্ষনীয়। সভাপতির বক্তব্যে অপূর্ব নারায়ণ চক্রবর্তী সমাজের অক্সিজেন হিসেবে সংস্কৃতির মূল্যায়ন করেন।তিনি বলেন অক্সিজেন ছাড়া যেমন মানুষ বা কোন প্রানী বাঁচতে পারেনা ঠিক তদ্রুপ সংস্কৃতি চর্চা ছাড়া কোন সমাজ ও রাষ্ট্র টিকে থাকতে পারেনা।
দ্বিতীয় পর্বের উল্লেখ যোগ্য কিছু উপস্থাপন মনে লাগার মত ছিলো।সাংস্কৃতিক অনুষ্ঠানটি সৃজনশীল ও বহুমাতৃকতায় পরিপুর্ন ছিল।যেমন ছিলো রবীন্দ্র নাথ ও নজরুলের গান ঠিক তেমনি ভাবে, ইমন রাগের খেয়াল থেকে শুরু করে জসিম উদ্দিন,হাসন,লালন ও শাহ আব্দুল করিমের গানের পরিবেশনা ছিলো মনোমুগ্ধকর।আবার মাঝে মাঝে নৃত্যের ঝলক চোখে অনুষ্ঠানের বহুমাত্রিকতার প্রমান করে। দর্শক শ্রোতার উপস্থিতি ছিলো ভালই তবে ভবিষ্যতে আরও দর্শক শ্রোতার সমাগম হবে বলে আয়োজকদের কয়েকজন জানিয়েছে। দীর্ঘ ২৪ বছর ধরে জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক অংগনে সুরকুঞ্জের অবদান প্রশংশার দাবি রাখে।