https://www.somoyerdarpan.com/

3355

bangladesh

শবে বরাতের রজনীতে শুরু হচ্ছে ইজতেমার দ্বিতীয় পর্ব

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৭:৩৫

শবে বরাতের রজনীতে শুরু হচ্ছে ইজতেমার দ্বিতীয় পর্ব

তাবলিগ জামাতের ইতিহাসে এবারই প্রথম শবে বরাতের পূণ্যময় রজনীতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল শুক্রবার বিশ্ব ইজতেমার প্রথম রজনী শবেবরাত হওয়ায় মুসল্লিদের মধ্যে বাড়তি আগ্রহ লক্ষ্য করা গেছে।মাওলানা সাদ অনুসারীদের তত্ত্বাবধানে শুরু হওয়া এই ইজতেমা শেষ হবে আগামী ১৬ ফেব্রুয়ারি।
 

নিজামুদ্দিন বিশ্ব মারকাজ (মাওলানা সাদ অনুসারীদের) মিডিয়া সমন্বয়ের মোহাম্মদ সায়েম জানান, আজ বৃহস্পতিবার বাদ আসর পাকিস্তানের মাওলানা হারুন সাহেবের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মূল অনুষ্ঠানিকতা। তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমার ইতিহাসে এবারই প্রথম শবে বরাতের পূণ্যময় রজনীতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

জানা যায়, টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা দীর্ঘ ৫৮ বছরেরও বেশি সময় ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। তবে এবারের ইজতেমা আরও বিশেষ গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক হতে যাচ্ছে৷এই প্রথমবারের মতো শবে বরাতের পবিত্র রাতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ বিষয়ে জামিয়া কাশিফুল উলুম ঢাকার মহাপরিচালক ও গবেষক মাওলানা সৈয়দ আনোয়ার আবদুল্লাহ বলেন, ‘এমন পবিত্র ও বরকতময় মর্যাদাপূর্ণ রাতে বিশ্ব ইজতেমার মতো বৃহৎ ইসলামী জমায়েতের আয়োজন এক অনন্য ও ঐতিহাসিক ঘটনা। এই রাতের ফজিলতের কারণে এবারের ইজতেমা আরও বেশি গুরুত্বপূর্ণ ও আধ্যাত্মিক বরকতে ভরপুর হবে বলে আশা করা যাচ্ছে। এ রাতে মুসলিম উম্মাহর জন্য লাখ লাখ মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করবেন এই ময়দানে সমবেত হয়ে। ’

তিনি আরও বলেন, ‘শবে বরাত ইসলামিক বরকতময় রাতগুলোর মধ্যে অন্যতম, যেখানে বান্দাদের জন্য আল্লাহ তায়ালার পক্ষ থেকে বিশেষ রহমত ও মাগফিরাতের দরজা উন্মুক্ত হয়। হাদিস শরিফে শবে বরাতের রাতকে গুনাহ থেকে মুক্তি, তাকদির নির্ধারণ এবং দোয়া কবুলের রাত হিসেবে বর্ণনা করা হয়েছে। বান্দার এক বছরে ভাগ্য নির্ধারন করা হয়। তার গোনাহ মাফ করা হয়। এই রাত মুসলমানদের কাছে বিশেষ সম্নান ও মর্যাদার। সেইসঙ্গে বিশ্ব ইজতেমায় এই রাতে ঈমান আমলের বয়ান শুনে মুসলমানরা নিজেদেরকে আরও পবিত্র করে তুলবেন বলে আশা করা যাচ্ছে। আখেরি মোনাজাত ছাড়াও বিশ্ব ইজতেমায় শবে বরাতের রাতে মুসল্লিরা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কল্যাণ0 কামনা করে বিশেষ দুআ করবেন।’

অপর এক বিবৃতিতে নিজামুদ্দিন বিশ্ব মারকাজের (সাদ অনুসারীদের) মিডিয়া সমন্বয়ক মো. সায়েম বলেন, ‘শবে বরাতের রজনীতে ইজতেমা হওয়ায় দেশ-বিদেশি মুসল্লিদের মাঝে বাড়তি এক ধর্মীয় আবেগ কাজ করছে। এরইমধ্যে দেশ-বিদেশ থেকে লাখো মুসল্লি ময়দানে আসতে শুরু করেছেন। লাখো মুসল্লির সঙ্গে এই রাতে দুআ ও আমলে কাটাবেন সাধারণ মানুষজন। পরদিন মুসলমানরা রোজা পালন করে ঐতিহাসিক জুম্মার নামাজে শরীক হবেন। আমরা জুম্মার নামাজে ২০ লাখ মুসল্লির উপস্থিতি আশা করছি।’

এসময় তিনি সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বিশ্ব ইজতেমা ময়দানে আগত মুসল্লিদের জন্য সরকারের সকল ব্যবস্থাপনায় আমরা সন্তুষ্ট এবং আখেরি মোনাজাত পর্যন্ত ইনশাআল্লাহ তাদের সেবা দিয়ে যাবেন।’

আজ ইজতেমা ময়দান ঘুরে দেখা যায়, ইজতেমা ময়দানের সকল কাজ প্রায় শেষ। ভোর থেকেই দেশ-বিদেশের লাখো মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করছে। এছাড়াও গাজীপুর জেলা প্রশাসন, সিটি করপোরেশন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশসহ সকল সরকারি সেবা সংস্থাগুলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আগত মুসল্লিদের নিরাপত্তাসহ সকল ধরনের সেবা দানে প্রস্তুত রয়েছে বলে দায়িত্বশীল কর্মকর্তারা জানান।