https://www.somoyerdarpan.com/

3367

international

ভারতীয় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশিত : ০১ মার্চ ২০২৫ ১৩:৫২

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সীমান্তের শূন্যরেখায় ভারতীয় বিএসএফের গুলিতে আল-আমিন মিয়া (৩০) নামের বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। নিহতের মরদেহ নিয়ে গেছে বিএসএফ।
 

গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। মারা যাওয়ার একদিন পেরিয়ে গেলেও বিএসএফ নিহতের মরদেহ এখনো ফেরত দেয়নি।

এদিকে বিজিবি বলছে, ‘এ ঘটনার প্রতিবাদ জানিয়ে মরদেহ ফেরত দেওয়ার জন্য বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।’

জানা গেছে, নিহত আল-আমিন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের সীমান্তবর্তী পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক পুটিয়া এলাকার ভারত সীমান্তের ২০৫০ পিলার এলাকায় গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আল-আমিন মিয়া তার বাড়ির পাশে শূন্যরেখায় যান। এ সময় ভারতীয় বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে আহত হয়ে মাটিতে লুটে পড়েন তিনি। এ সময় গুরুতর অবস্থায় বিএসএফ তাকে ভারতের বিশালঘর হাসপাতালে নিয়ে যায়। এদিন রাতেই আল-আমিন মিয়া মারা গেছেন। আজ শনিবার সকালে মারা যাওয়ার বিষয়টি বিজিবিকে নিশ্চিত করেছে বিএসএফ। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে প্রতিবাদ জানিয়ে চিঠি দিয়েছেন। কিন্তু বিএসএফ এখনো মরদেহ হস্তান্তর করতে পারেনি।

বিজিবির ৬০ ব্যাটালিয়ন অধিনায়ক ল্যাফটেন্টে কর্ণেল মো. জিয়াউর রহমান বলেন, ‘বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের আহত হওয়ার খবর রাতে দিলেও সকালে মারা যাওয়ার খবর দিয়েছে বিএসএফ। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। মরদেহ ফেরত দেওয়ার জন্য পতাকা বৈঠক করার জন্য চিঠি দেওয়া হয়েছে। বিএসএফ থেকে সময় পাওয়ার পর পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ আনা হবে।’